ভোটের আগেই বীরভূম-মুর্শিদাবাদে রদবদল পুলিশে
কলকাতা

পাঁচ রাজ্য থেকে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল নির্বাচন কমিশন

পাঁচ রাজ্য থেকে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর দিতে গিয়ে জানিয়েছে, পাঁচ রাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সভা-সমাবেশেপর ওপর থেকে বিধিনিষে তুলে নেওয়া হল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,১৮৪ জন। প্রায় এক মাস আগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৪১, ৫০৬জন। কমিশনের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ৮ জানুয়ারি পাঁচ রাজ্যে ভোট নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল মিটিং-মিছিল। বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সভা-সমাবেশের ওপর। পরবর্তীকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করা হয়। বর্তমানে পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটা উন্নত। সে কারণে কমিশন বিজয় মিছিলের ওপর থেকে  সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।‘ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। পাঁচ রাজ্যের মধ্যে গোয়া একমাত্র ত্রিশঙ্কু। পাঞ্জাব আপের দখল। উত্তরপ্রদেশ বিজেপির দখলে ছিল, তাদের দখলেই রইল। ভোটের ফলাফল সে কথাই বলছে। বাকি দুই রাজ্য মণিপুর ও উত্তরাখণ্ড বিজেপির দখলে যাওয়ার পথে। দেশের অন্যমত প্রাচীন রাজনৈতিকদল কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন। যে উত্তরপ্রদেশ একসময় কংগ্রেসের দখলে ছিল, সেই উত্তরপ্রদেশে তারা মাত্র দুটি আসনে এগিয়ে।