কলকাতা

হোলির দিন কোভিড বিধিতে ছাড়ের ঘোষণা নবান্নের

সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় হোলির দিন কোভিড বিধিতে ছাড় দিয়েছে রাজ্য সরকার। হোলি উপলক্ষে রাজ্যের কোভিড বিধিতে ছাড় দিল পশ্চিমবঙ্গ সরকার। বিধিনিষেধ বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। রাতে বলবৎ ছিল নৈশ কার্ফু। তবে হোলিকা দহন দহন উপলক্ষে ১৭ মার্চে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু প্রত্যাহার করা হল। ওই দিন রাতে হোলিকা পুড়িয়ে উদযাপন করেন বহু মানুষ। সেই আনন্দে যাতে সকলে সামিল হতে পারেন, সেজন্য এই উদ্যোগ নিল নবান্ন।   গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছিল ১৫ মার্চ পর্যন্ত। ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কোভিড বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়ে হয়ে গিয়েছে। খালি বলবৎ রয়েছে নৈশ কার্ফু। বৃহস্পতিবার নবান্নের তরফে মুখ্যসচিব নয়া নির্দেশিকা জারি করে এই ছাড় দিয়েছেন। তাতে খুশি রাজ্যবাসী। এমনিতে রাজ্যে ১৫ মার্চ পর্যন্ত কোভিডবিধি জারি থাকছে।