হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। ভোকাল কর্ডে অস্ত্রোপচারের কারণে আপাতত দশদিন কথা বলতে পারবেন না তিনি। চিকিৎসকদের পরামর্শ মতো, কথা বলেনি কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক। লিখিত আকারে তিনি জানান, বিধানসভায় যাবেন। হাসপাতাল থেকে বেরনোর সময় অন্যরূপে দেখা গেল ‘কামারহাটির দামাল ছেলে’কে। শুক্রবার মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগ থেকে বের হন মদন মিত্র। বিশেষ পদ্ধতিতে খাওয়ানো হবে তরল খাবার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। লিখিত বিবৃতিতে, চিকিৎসকদের ধন্যবাদ জানান মদন মিত্র। তাঁর তরফে স্পষ্ট জানান হয়, আগামী ১০ দিন কোনও কথা বলবেন না। দেড় মাস পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। কারণ, ততদিন কোনও স্লোগান বা বক্তৃতা দেওয়া যাবে না। এরপর তিনি আরও জানান, হাসপাতাল থেকে বাড়ি যাবেন। সেখান থেকে বিধানসভায় যাবেন। কারণ, বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। কাগজে লিখে অনুরাগীদের বার্তা দিয়েছেন মদন মিত্র। তিনি লেখেন, “এতদিন আমি বলতাম। এখন অন্যরা বলবে আমরা শুনব।”