কলকাতা

দুই কাউন্সিলর খুন নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার, আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠক মুখ্যসচিবের

জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। সোমবারই রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন । এরপরই মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এই নিয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব প্রশ্ন তুলেছেন, কী কারণে এই ধরনের ঘটনা আটকানো গেল না? পুলিস আধিকারিকদের কাছেই বা এই সংক্রান্ত কোনও খবর আগাম পৌঁছয়নি কেন? ভবিষ্যতে আর যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে পুলিস সুপারদের নজর রাখতে বলেছেন মুখ্যসচিব। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব পুলিসের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ সিআইডি, আইবি, এসপি, সিপি, এডিজি ও ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা বৈঠকে যোগ দেন। জেলাশাসকরাও বৈঠকে ছিলেন। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি যে পুরসভাগুলিতে ভোট হয়েছে, তার মধ্যে ২৮টি পুরসভাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ এই পুর এলাকাগুলিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও গন্ডগোল না হয়, মুখ্যসচিব তা দেখতে বলেছেন। সামনেই দোল-হোলি উৎসব। দোল উৎসবের সময় যাতে কোনওভাবেই অশান্তি মাথাচাড়া দিতে না পারে সেব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক হিংসা যাতে না ছড়ায়, সেদিকেও নজর রাখতে বলেছেন মুখ্যসচিব। অশান্তি এড়াতে ব্যারাকপুর, হাওড়া, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জায়গায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা ইনপুটগুলিকে আরও জোরদার করার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।