মালদা

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী করতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প

হক জাফার ইমাম, মালদাঃ রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী করতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ, মালদা জেলা পরিষদের সভাকক্ষে জেলার বিখ্যাত চারটি গম্ভীরা দলের মধ্যে প্রতিযোগিতা করে বাছাই পর্ব শুরু হয়। বাছাই করা দলটি গম্ভীরা গানের মাধ্যমে জেলার শহর ও গ্রামাঞ্চলে বেকার যুবক-যুবতীদের ‘উৎকর্ষ বাংলা’ সম্বন্ধে সচেতন করবে। মঙ্গলবার মালদা জেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক অরুণ চট্টোপাধ্যায়, অরুণ কুমার রায়, মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, গ্রাম উন্নয়ন আধিকারিক জ্যোতি ঘোষ, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করা হয়েছে। ১৮ থেকে ২১ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মোপযোগী হতে পারবে। রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রস্তুত করা হবে। মঙ্গলবার মালদা জেলা পরিষদে জেলার বিখ্যাত বিখ্যাত চারটি গম্ভীরা দলের মধ্যে একটি প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় যে দল ভালো প্রদর্শন করতে পারবে তাদের দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে গম্ভীরা গানের মাধ্যমে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প নিয়ে বেকার যুবক-যুবতীদের আকর্ষণ করা হবে।
এদিন চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের শিল্প প্রদর্শন করে।