জেলা

সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মশালা বনকর্মীদের নিয়ে

কার্ত্তিক গুহ, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ জীবনজীবিকার জন্য জঙ্গলের উপর নির্ভরশীল। প্রতিদিনই শয় শয় মানুষ জঙ্গলে ঢোকেন শালপাতা, কাঠ ইত্যাদি সংগ্রহ করতে কিংবা গরু-ছাগল চরাতে। এর ফলে বহু মানুষই সাপের কামড়ের মুখোমুখি হন। জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে এরপর সচেতনতার অভাবে অনেকেই ওঝার কাছে চিকিৎসার জন্য চলে যান। ফলে প্রায়শই সর্পদংশনে মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিবছর বিশেষত এই বর্ষায় বিষধর সাপের কামড়ে ঝাড়গ্রাম জেলায় অনেক মানুষ প্রাণ হারান।এবার এক সেচ্ছেসেবী সংগঠন মঙ্গলবার ঝাড়গ্রামের সমস্ত বনকর্মীদের নিয়ে সর্প দংশন এর প্রাথমিক চিকিৎসা এবং সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় জেলায় পাওয়া বিভিন্ন সাপ এবং তাদের প্রকৃতি নিয়ে বনকর্মীদের বোঝান ইন্দ্রজিত সেনগুপ্ত।