মালদা

টোটো রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে ৫ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

হক জাফর ইমাম, মালদাঃ সোমবার দুপুরে পুরাতন মালদা পৌরসভা অফিসে পুরাতন মালদা টোটো রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় । এই ডেপুটেশন কে কেন্দ্র করে পুরাতন মালদার মির্জাপুর মোড় থেকে টোটো চালোকরা একটি মিছিল সহকারে এসে পৌরসভা অফিসের সামনে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন কারীরা ।এই ডেপুটেশন কে কেন্দ্র করে পৌরসভা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল মালদা থানার পক্ষ থেকে ।আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেয় আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে এবং মালদা জেলার বামফ্রন্টের শ্রমিক সংগঠন সি আই টি ইউ জেলা সভাপতি কৌশিক মিশ্র সহ প্রায় পাঁচ শতাধিক টোটো চালক। পৌরসভার সামনে দীর্ঘ খন ইউনিয়নের নেতৃত্ব বক্তব্য রাখেন বক্তারা এবং বক্তব্যর মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে এই ডেপুটেশন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ডেপুটেশন কারীদের কথা কাটাকাটি হয়। ডেপুটেশন কারীদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল পুরাতন মালদা পৌর এলাকার টোটো রিক্সা কে ইংরেজবাজার শহরে প্রবেশের অনুমতি দিতে হবে, অন্যান্য পরিবহন শ্রমিকদের মতন সমস্ত সুযোগ-সুবিধা টোটো চালকদের দিতে হবে, অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে টোটো চালক যাতে ইংরেজবাজার শহরে যাতায়াত করতে পারে তার জন্য ঐক্যমত তৈরি করে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে হবে এইসব বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে প্রায় ৭-৮ জনের একটি প্রতিনিধিদল পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয় কে ৫ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশন কারীদের চেয়ারম্যান জানান যে তিনি ইতিমধ্যেই তার এলাকার টোটো চালকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে কথা হয়েছে গত মাসের ৪ তারিখে এবং যাতে সুষ্ঠুভাবে নিয়মমাফিক দুই শহরে অবাধে টোটো চলাচল করতে পারে তার জন্য তিনি প্রশাসনিক মহলের আর জি করেছেন এবং খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান। চেয়ারম্যান সাহেব ইউ জানান যে টোটো চালক দের এই আন্দোলন কর্মসূচিতে তিনিও সহমত প্রকাশ করেন।