রামপুরহাট কাণ্ড নিয়ে বুধবার রিপোর্ট পেশ করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর এরপরই বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, “রিপোর্টে ওঁরা আমার জেলা সভাপতির নাম উল্লেখ করেছেন। এটা খুব বাজে। এটা নেতিবাচক এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব। কীভাবে তদন্ত ছাড়া ওরা আমার জেলা সভাপতির নাম উল্লেখ করল? তার মানে ওরা আমার জেলা সভাপতকে গ্রেফতার করাতে চায়। এটা বক্তিগত উদ্দেশ্য। দেশে যে’ই বিজেপির বিরোধিতা করছে, তাঁকেই গ্রেফতার করছে।” এখানেই শেষ নয়, বিজেপির কেন্দ্রীয় কমিটির রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই সমস্ত রিপোর্ট তদন্তকে দুর্বল করবে। আমি নিন্দা করছি। এটা ক্ষমতার অপব্যবহার। জনগন তদন্তের উপর আস্থা হারাবে।”