মার্চের শেষ দিনেও বাদ গেল না জ্বালানির দাম বৃদ্ধি ৷ আজও পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ৮০ পয়সা করে বাড়ল ৷ তবে বিভিন্ন রাজ্যে দাম বৃদ্ধির সংখ্যাটা ভিন্ন ৷ এ নিয়ে গত ১০ দিনে ৯ বারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেল মোট ৬.৪০ টাকা ৷ দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক লিটার পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.৮১ টাকা এবং ডিজেলের দাম ৯৩.০৭ টাকায় পৌঁছেছে। কলকাতার পেট্রোল ৮৩ পয়সা এবং ডিজেলে ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে, যার পরে পেট্রোলের দাম তিলোত্তমায় দাঁড়িয়েছে ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৯৬.২২ টাকা হয়েছে। মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে ৮৪ পয়সা। এখানে পেট্রোল পৌঁছেছে ১১৬.৭২ টাকায়, আর ডিজেল হয়েছে ১০০.৯৪ টাকা। চেন্নাইতে আজ এক লিটার পেট্রোলের দাম ৭৬ পয়সা বৃদ্ধি করা হয়েছে। দক্ষিণের এই শহরে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৭.৪৫ টাকায়। ডিজেল বিক্রি হচ্ছে ৯৭.৫২ টাকায়।