দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার অভিযোগ বিজেপির যুব শাখার বিরুদ্ধে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কেজরির বাসভবনের সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বেষ্টনীগুলি ভেঙে ফেলা হয়েছে ।দিল্লির বিধানসভায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই বিক্ষোভের সময়ই কেজরির বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান এ প্রসঙ্গে বিজেপির তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘রাজধানীতে পুলিশের উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা কাপুরুষোচিত ঘটনা ৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে, বিজেপি আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পেয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, বুধবার সিভিল লাইনে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ করে । সকাল সাড়ে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে ১৫০ থেকে ২০০ জন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন । বিক্ষোভকারীরা পুলিসের ব্যরিকেড ভেঙে ফেলে। কেজরিওয়াল বিরোধী স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। ভেঙে দেওয়া হয় বাড়ির বাইরে লাগানো সিসিটিভি। কালো দরজায় গেরুয়া রঙ করে দেওয়া হয়। ওই ঘটনায় এদিন ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস।