রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্তে নেমে তৃণমূল উপপ্রধান নিহত ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকল সিবিআই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিবিআই আধিকারিকরা এসে দেখেন লালনের বাড়িতে তালা ঝুলছে। ২১ মার্চ ঘটনার পর দিন থেকেই ঘরে নেই লালন ও তাঁর পরিবার। অথচ এই বাড়িরই আশপাশের বাড়িতে আগুন লাগানো হয়েছিল। সিসিটিভি ফুটেজে তার প্রমাণ মিলেছে। তাই লালন শেখকে জিজ্ঞেসাবাদ করার প্রয়োজন রয়েছে আধিকারিকদের। সে কারণে বাড়িতে তাঁকে না মেলায় তালা ভেঙে ঢুকতে হয় সিবিআইকে। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, ললন সেখের ১০ দিন আটকে থাকা একটি বিদেশি কুকুরকে। সারা বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিস।ইতিমধ্যেই বগটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷ পর পর পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়৷ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ, বিভিন্ন এলাকা খতিয়ে দেখা শুরু করেছেন তাঁরা।