জেলা

মতুয়াদের বাসে হামলার ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মতুয়া পূণ্যার্থীদের বাসে হামলা এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হল ৪ অভিযুক্তকে৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বারাসত কাজিপাড়া এলাকা থেকেই পাকড়াও করা হয় ওই ৪ জনকে ৷ তবে, ধৃতদের নাম ও পরিচয় গোপন রেখেছে বারাসত থানার পুলিশ ৷ তদন্তের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা ? তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বুধবার গভীর রাতে বারাসতের কাজিপাড়ায় মতুয়া পূণ্যার্থীদের একটি বাস আটকে হামলা চালানোর অভিযোগ ওঠে জনাকয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে ৪৷ বাসটি ওইদিন দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থেকে ঠাকুরবাড়ির বারুনি মেলায় যাচ্ছিল ৷ অভিযোগ পথে বাস থামিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ এমনকি বাসের মধ্যে থাকা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ এর পর চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজও ৷ প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সুমন হালদার এবং মতুয়া সম্প্রদায়ের দলপতি বিধান হালদার ৷ অভিযোগ, দু’জনকেই বাস থেকে টেনে নিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে বেধড়ক মারধর করে হামলাকারীরা ৷ পরে আহত ওই দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দলপতি বিধানকে ৷ তবে, সুমনের আঘাত গুরুতর হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে ৷