গত সোমবার বিধানসভায় বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে সাসপেন্ড করা হয়েছিল আরও দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে দরবার করেছিলেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা ৷ এবার এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবারই স্পিকারকে এই চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। এই চিঠির প্রসঙ্গ তুলে আবার পাল্টা খোঁচা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল ধনকড় যে অতি সক্রিয়তা দেখাচ্ছেন এদিন ঠারেঠোরে তাও বুঝিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার ৷ কটাক্ষের সুরে তিনি জানিয়েছেন, বিজেপি বিধায়কদের এই সাসপেনসনের বিষয়টি সম্পূর্ণভাবে বিধানসভার নিয়ন্ত্রণাধীন । সাসপেন্ড হওয়া বিধায়কদের আবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিধানসভাই । এই বিষয়ে রাজ্যপালের কাছে গিয়েও কোনও লাভ নেই বলে বুঝিয়ে দিয়েছেন স্পিকার ৷