জেলা

কংগ্রেসের মিছিল ঘিরে ধুন্ধুমার, আগামীকাল ঝালদায় ১২ ঘণ্টা বনধের ডাক

ঝালদা পুরসভার বোর্ড গঠন ও কংগ্রেসের মৌন মিছিলকে কেন্দ্র করে তোলপাড় ঝালদা। পুলিস মৌন মিছিল আটকালে তাদের সঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের তুলকালাম কাণ্ড বেধে যায়। কংগ্রেসের অভিযোগ নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রীকে হেনস্থা করেছে পুলিস। এরই প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার ঝালদা বনধের ডাক দিল কংগ্রেস। মঙ্গলবার ছিল ঝালদা পুরসভার বোর্ড গঠন। আর এদিনই কালাদিবস পালন করে কংগ্রেস। একটি মৌন মিছিল বের করে কংগ্রেস। সেই মিছিল আটকে দেয় পুলিস। এনিয়ে পুলিস ও কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তিতে তুলকালামকাণ্ড বেধে যায় ঝালদায়। তবে পুলিসের দাবি, আশান্তির আশঙ্কা করে আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সোমবার সন্ধেয় মাইকিং করে জানানোও হয়েছিল। পুরসভা থেকে ২০০ মিটার দূরে একটি ব্যারিকেড দেয় পুলিস। পরে আরও একটি ব্যারিকেড খাড়া করা হয়। মিছিলে ছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তাঁরা পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিস।