কলকাতা

বিশ্ব বাংলা প্রাঙ্গণের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বাংলায় আরও শিল্প বিনিয়োগ আসছে। পৃথিবীর নজর এখন বাংলার দিকে। তাই নিজেদের উপর বিশ্বাস রাখুন, নিজেদের নিয়ে গর্ব করুন। বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবেই। সোমবার বিশ্ব বাংলা প্রাঙ্গণের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে আরও বিনিয়োগের বার্তা দিলেন নবরূপে সজ্জিত বিশ্ববাংলা প্রাঙ্গন থেকে। মিলনমেলার মেকওভারে খরচ হয়েছে সাড়ে ৩০০ কোটি টাকা। সোমবার তা উদ্বোধন করে মমতা বলেন, মিলনমেলা গ্রাউন্ডের নাম বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ করা হল। অমিত মিত্র আজকের অনুষ্ঠানে নেই। অমিতদা আর আমার পরিকল্পনায় ২০১৮ সালে এই কাজ শুরু হয়। কোভিডের জন্য চালু হতে কিছুটা সময় লাগল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মুকুটে একটা নতুন পালক যোগ হল। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ছিলই। মিলনমেলার নাম করা হল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। যে কোনও প্রদর্শনী, সম্মেলনের কাজে এই প্রাঙ্গণ ব্যবহার করা যাবে। সমস্ত অত্যাধুনিক সুযোগসুবিধে রয়েছে। ২ লক্ষ বর্গমিটার জায়গা রয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষ উপস্থিত থাকতে পারবেন। সায়েন্স সিটির দিকের গেটের সামনেই রয়েছে ৩টি ফুড কোর্ট। ২০১৮ সালে মিলনমেলা প্রাঙ্গণের আধুনিকীকরণের কাজ শুরু করে রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনস্থ ওয়েস্টবেঙ্গল ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। মোট ২২ একর জমিতে ২টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা। সেখানে প্রায় ১২০০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। এছাড়াও থাকছে ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড। যার উচ্চতা ৬০ ফুট। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। এছাড়াও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে থাকছে নানান ধরনের লাইট ও সাউন্ড। নতুনভাবে মিলন মেলা প্রাঙ্গণ গড়ে তুলতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, এই মুহূর্তে বিনিয়োগের সেরা গন্তব্য হল বাংলা। নানা প্রকল্পে বিশ্বের দরবারে বাংলা পুরষ্কৃত হয়েছে। বহু ক্ষেত্রেই আমরা দেশের সেরা। আমরা জাতীয় স্তরে তো বটেই বহুক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছিল। শিল্পপিতারা বাংলার অনুকূল পরিবেশে শিল্পস্থাপন করতে এবং বিনিয়োগ করতে মুখিয়ে রয়েছেন। এবার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাই বিরাট লগ্নির আশা করছেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বলেন, বাংলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে তরতরিয়ে। সেই উন্নয়ন পথ ধরে আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগ আসতে চলেছে। সারা পৃথিবীর কাছে নজরকাড়া হয়ে উঠেছে বাংলা। সকলের পাখির চোখ বাংলার অনুকূল পরিবেশে শিল্প গড়ে তোলার। এখন আমরা বড় কাজের জন্য এগিয়ে চলেছে। সেই বড় কাজের জন্য শুধু বড় মানসিকতার দরকার। তিনি বলেন, আমরা কাজে বিশ্বাসী। তাই সর্বদা কাজ করে চলেছি। রাজ্যে আরও একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। তা তৈরি হচ্ছে আলিপুরে। ধনধান্য নামে ওই স্টেডিয়ামটি শঙ্খের আদলে তৈরি হবে।