আগামী ১৪ এবং ১৫ এপ্রিল পরিবর্তিত হচ্ছে মেট্রোর সময়সীমা। বি আর অম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এবং ১৫ এপ্রিল-এই দুই দিন সরকারি ছুটি । সেই কারণে ওই দুই দিন মেট্রো পরিষেবার সময়সীমার সামান্য পরিবর্তন হচ্ছে । ওই দুই দিন দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম ট্রেন চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে ।পাশাপাশি, দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন কবি সুভাষের দিকে সকাল সাতটার সময় রওনা দেবে । প্রথম ট্রেনের পাশাপাশি শেষ ট্রেনের সময়সীমাতেও কিছু পরিবর্তন করা হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে । রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন কবি সুভাষের দিকে রওনা হবে । তবে, কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে । তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে । মেট্রোর তরফে জানানো হয়েছে এই দুই দিন ২৩৪ বার ট্রেন চলবে। উভয় দিক থেকে ১১৭ টি করে ট্রেন যাতায়াত করবে ।
১৪ ও ১৫ এপ্রিল দিনের প্রথম মেট্রো পরিষেবা–
দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6:55 মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়
১৪ ও ১৫ এপ্রিল দিনের শেষ মেট্রো পরিষেবা–
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে
দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে
কবি সুভাষ থেকে দমদমের শেষ ট্রেন ছাড়বে রাত 9:40 মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে