কলকাতা

মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালার চড়কতলা

রাত থেকেই উত্তপ্ত বেহালার চড়কতলা । তৃণমূলের আদি বনাম নব্য দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের থেকেই এই ঘটনার সূত্রপাত বলে অভিযোগ । এলাকা দখলকে কেন্দ্র করে পুলিশের সামনে গত রাত থেকে ব্যাপক সংঘর্ষ হয় এখানে । চলে বোমাবাজি এবং গুলিও । এই ঘটনায় পুলিশ ন’জনকে আটক করেছে ৷ স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শুরু হয় দু’‌পক্ষের সংঘর্ষ । ইট ছোড়া, ভাঙচুর দিয়ে শুরু হলেও পরে গুলি চলতে শুরু করে । বেহালা থানার পুলিশ এলেও ঘটনা নিয়ন্ত্রণে আসেনি । তখনও গুলি চলেছে । এখানে চড়ক মেলা হয় । সেই মেলার কমিটির দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়েই দু’টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, বেধড়ক মারধরের পাশাপাশি গাড়ি, মোটরবাইক, স্কুটি–সহ একাধিক গাড়িতে চলে ভাঙচুর । ভাঙচুর চালানো হয় তৃণমূল পার্টি অফিসেও । ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা, জানালার কাচ । সংঘর্ষের আঁচ গিয়ে পড়ে স্থানীয় কিছু বাড়িতেও । বাড়িও ভাঙচুর করা হয় । আর ভাঙা হয় বাইক । 10টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতেও হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ।