কলকাতা

সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর রায়

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালি এবং তাঁর বন্ধু প্রভাকরকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৷ এরই মধ্যে কলকাতা হাইকোর্ট হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন ৷ পাশাপাশি সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ এ দিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুখেন্দু শেখর রায় বলেন, সুপ্রিম কোর্ট সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ‘খাঁচায় বন্দি তোতা পাখি’ বলেছিল ৷ ফলে দোষীরা যাতে শাস্তি পায় তা নিশ্চিত করতে হবে ৷ আর রাজ্য় প্রশাসন সিবিআই’কে সহযোগিতা করবে বলে জানান তিনি ৷ গুয়াহাটি হাইকোর্টের সেই রায় নিয়ে সুপ্রিম কোর্টে জলদি কেন শুনানি হচ্ছে না? যে সংস্থা পিএমও নিয়ন্ত্রণের অধীন সেটা নিরপেক্ষ নয়। সিবিআই নিয়ে হাঁসখালিতে সাহায্য করব। আমাদের দাবি গণপ্রতিরোধ করতে হবে সব জায়গায়। ওরা মানুষের দ্বারা প্রতারিত দল। ভেসে থাকার জন্য আসলে এই সব করছে। যেখানে খুশি যাক। প্রতিটি ঘটনায় যদি সিবিআই যায়। তাহলে আর রাজ্যের পুলিশ প্রশাসনের কি দরকার? আসলে কেন্দ্র সব নিয়ন্ত্রণ চায় তাই এই সব করছে। নেতাইয়ের মামলায় দেখুন। গণহত্যার অপরাধীরা ছাড় পেয়ে যাবে যথাযথ তদন্ত না হওয়ায়। পুরুলিয়া অস্ত্রবর্ষণ থেকে নোবেল চুরি না জ্ঞানেশ্বরী একটাও যথাযথ রিপোর্ট নেই।আসল ঘটনা রাজ্যে রাজ্যে নিয়ন্ত্রণ রাখব। অশুভ প্রবণতা ভারতের সাংবিধানিক কাঠামোকে আঘাত করেছে। আমরা মানুষের কাছে একাধিক ককর্মসূচী নিয়ে যাব৷ আমরা জনগণের আদালতেই যাব। গণতন্ত্রে মানুষই শেষ কথা। হাঁসখালিতে সিবিআই দ্রুত শাস্তি দিক। পার্ক স্ট্রিট থেকে কামদুনি একাধিক অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠেছিল। আমরা কিন্তু শাস্তি দিয়েছি।