জেলা

নববর্ষের সকালে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় 

নববর্ষের সকালে উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দিরে। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি ভিড় জমিয়েছেন ব্যবসায়ীরাও। বছরের প্রথম দিনে মা তারাকে পুজো দিয়ে দিন শুরু করতে চান পুর্ণ্যার্থীরা। এলাকার ব্যবসায়ীরা আজ নতুন খাতা নিয়ে মা তারার কাছে পুজো দিয়ে হালখাতা করেন। দর্শনার্থীরা যাতে সুষ্ঠভাবে পুজো দিতে পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। রামপুরহাট বিখ্যাত তারাপীঠ মন্দিরের জন্য। প্রতি অমাবস্যায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধুমাত্র অমাবস্যাই নয়, শনি-রবিবারও জনসমাগম লক্ষ্য করা যায়। কোভিডের জেরে সেই ভিড়ে কিছুটা ভাটা পড়েছিল। সংক্রমণ বেশ কয়েকবার মন্দির বন্ধও করে দেওয়া হয়। ফলে গত দু’বছর মন্দিরের পাণ্ডা থেকে দোকানদার, টোটো চালক থেকে গাড়ির চালক সকলেই ব্যবসায় মার খাচ্ছিলেন। তারাপীঠের পাশাপাশি ভিড় লক্ষ্য করা গিয়েছে বেলুড় মঠেও। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নববর্ষের দিন যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যহার করে নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা।