দেশ

দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৪

দিল্লির জাহাঙ্গিরপুরীর হনুমান জয়ন্তীর শোভাযাত্রার সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিস৷ শনিবারের হিংসার পরই পুলিস দ্রুত ব্যবস্থা নেয়৷ দায়ের করে এফআইআর৷ দিল্লি পুলিস খুনের চেষ্টা, দাঙ্গা এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে৷ সংঘর্ষে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়৷ পরে দিল্লি পুলিস জানায়, ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত বাকিদেরও খোঁজ চলছে৷ দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ সংঘর্ষের রূপ নেয় না কি নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র, তা জানার চেষ্টা করছে পুলিস৷ হিংসার তদন্তে ১০টি তদন্তকারী দল গঠন করেছে দিল্লি পুলিস৷ হনুমান জয়ন্তীতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই পাথর ছোড়া হয়েছিল বলে এফআইআরে জানিয়েছেন রাজীব রঞ্জন৷ শনিবারের সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ ৷ অধিকাংশই পুলিস কর্মী৷ জানা গিয়েছে, দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ৮ পুলিসকর্মী৷ আহতদের মধ্যে সাব ইনস্পেক্টর মেধালাল মীনার চোট মারাত্মক৷ তাঁর হাতে গুলি লেগেছে৷ কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট নয়৷ পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে৷ এছাড়া জাহাঙ্গিরপুরির হিংসার ঘটনায় এক সাধারণ মানুষও আহত হয়েছেন৷ রবিবার সকাল থেকে জাহাঙ্গিরপুরি ও আশেপাশের এলাকায় পুলিসকে টহল দিতে দেখা যায়৷ সংঘর্ষের পরই শনিবার রাতে উত্তরপ্রেশের বুদ্ধনগর এলাকায় হাইঅ্যালার্ট জারি করা হয়৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে কড়া পুলিসি প্রহরা বসানো হয়েছে৷ দিল্লির পুলিস কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে৷ তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ শনিবার রাকেশ আস্থানার সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দিল্লি পুলিসের স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা)-এর থেকেও ঘটনার বিস্তারিত তথ্য চান৷ হিংসার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনতে পুলিসকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাথর ছোড়ার ঘটনার নিন্দা করে সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন৷