সুকান্ত মজুমদারের নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পর থেকেই নানা ক্ষোভ বিক্ষোভের সামনে পড়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেওয়ার পরে দলের ভিতরের গোলমালে কিছুটা ভাটা পড়েছিল। শনিবার বালিগঞ্জ ও আসানসোলে হারের দিনে গেরুয়া শিবিরের সেই অস্বস্তি ফিরিয়ে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সরাসরি রাজ্য নেতৃত্বকেই আক্রমণ করলেন। তিনি বলেন, ‘‘অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।’’ সৌমিত্র খাঁ বলেছেন, অপরিণত রাজ্য নের্তৃত্বে ভালো ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্য উপনির্বাচনে এই ফল হয়েছে। এরই সঙ্গে তার বিস্ফোরক উক্তি, তৃণমূল থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা ব্যর্থ হয়েছি। এৎপরেই তিনি আর ওএক ধাপ এগিয়ে বলেন, যাদের বহিষ্কার করা হয়েছিল, তাঁদের ফেরানো উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে হেরে যাওয়ার জ্বালা। তার উপর সৌমিত্র-র বিস্ফোরক মন্তব্যে উত্তাল দলের অন্দরে।