আজ ভোর ছ’টার সময় কুড়ি মিনিটের জন্য কল্যাণী সীমান্ত স্টেশনে অবরোধ হয়। ভোর পাঁচটার লোকাল চালানোর দাবিতে এই অবরোধ করেন এলাকার সব্জি বিক্রেতারা। তাঁদের দাবি, ওই ট্রেনটি করোনার পর থেকেই বন্ধ রয়েছে। সেটিতে এলাকার সব্জি বিক্রেতারা পণ্য নিয়ে যেতেন। অবিলম্বে সেই ট্রেন পুনরায় চালানোর দাবি তুলে এই অবরোধ করা হয় বলে জানা গিয়েছে।