বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের বক্তব্য শেষ করার আগে মমতা বন্দ্যোয়াপাধ্যায় বলেন, ”কিছু মাইন্ড না করলে আমি মাননীয় রাজ্যপালকে একটি কথা বলতে চাই। আপনার মাধ্যমে আমি কেন্দ্রকে একটি বার্তা পাঠাতে চাই যাতে বাংলায় ব্যবসা করতে কারও কোনও অসুবিধা না হয়। যাতে এজেন্সি লাগিয়ে কোনও শিল্পপতিকে হেনস্থা করা না হয়। আশা করি আপনি বিষয়টি উত্থাপন করবেন।” এই বার্তা আদতে কেন্দ্রীয় সরকারকে ঘুরপথে মমতার জবাব বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ”সামাজিক সুরক্ষায় বাংলা দেশের মধ্যে সেরা। স্বাস্থ্যসাথী কার্ডে সবাই বিনামূল্য চিকিৎসা পান। একশো দিনের কাজে আমরা দেশের সেরা। গ্রামীণ আবাসন নির্মাণে আমরা এক নম্বরে। আমরা ধান উৎপাদন থেকে ই-টেন্ডারে এক নম্বরে। আমাদের রাজস্ব আয় চার শতাংশ বেড়েছে। একাধিক প্রতিদেশী দেশের সীমান্ত বাংলার গায়ে। অতিমারি পরিস্থিতিতেও বাংলার জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য। দক্ষিণ -পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশ দ্বার বাংলা। এ খানে ২০০টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে।”