কলকাতা

ফের অসুস্থতার দোহাই, ভোট পরবর্তী হিংসার তদন্তেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত, ৪ সপ্তাহ চাইলেন সময়

ভোট পরবর্তী হিংসার মামলাতেও সিবিআই দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ জানিয়েছেন, অনুব্রত গতকালের থেকে আরও বেশি অসুস্থ ৷ আজ বেলা আড়াইটের সময় ভোট পরবর্তী হিংসার মামলায় সিজিও কমপ্লেক্সে অনুব্রতকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না বলে জানিয়েছেন অনুব্রত আইনজীবী ৷ গতকালই নিজাম প্যালেসে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অনুব্রতর অবস্থা সংকটজনক ৷ তিনি অক্সিজেন সাপোর্ট রয়েছেন ৷ আর এ দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ভোট পরবর্তী হিংসায় হাজিরা দিলেন না তিনি ৷ সূত্রের খবর, তাঁর আইনজীবী সিজিও কমপ্লক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করবেন ৷ সেখানেও এসএসকেএম’র চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টের কপি জমা দেবেন তিনি এবং সেই মতো হাজিরা দিতে সময় চেয়ে নেবেন অনুব্রতর হয়ে ৷ আইনজীবী জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও, অনুব্রত সহযোগিতা করতে পারবেন না ৷ এ জন্য ৪ সপ্তাহের বেশি সময় চাওয়া হয়েছে ৷ অনুব্রতর আইনজীবীর কথায়, সিবিআই তা মঞ্জুর করেছে ৷ পরে কবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তা নোটিস দিয়ে জানানো হবে ৷ উল্লেখ্য, টানা ১৬ দিন পর এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার সিবিআইয়ের জোড়া নোটিস পান অনুব্রত। প্রথমটি গরু পাচার দ্বিতীয়টি ভোট পরবর্তী হিংসা মামলা৷ গরু এবং কয়লা পাচার কাণ্ডে শনিবারই তাঁকে তলব করা হয়েছিল৷ কিন্তু সেই তলব এড়িয়ে যান অনুব্রত৷ বদলে তাঁর আইনজীবী পৌঁছন নিজাম প্যালেসে৷ রবিবারও একই জিনিস ঘটল৷ অনুব্রত গেলেন না সল্টলেকে সিবিআই দফতরে৷ গেলেন তাঁর আইনজীবী৷ আগেই জানিয়েছিলেন, অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডল সিবিআই অফিসে হাজিরা দিতে পারবেন না৷ এ দিন তিনি ফের একই কথা বলেন৷ জানান, অনুব্রত মণ্ডল চার সপ্তাহের সময় চেয়ে ই-মেল পাঠাবেন৷ অসুস্থতার কারণে তাঁর হাঁটাচলা করা বারণ৷ চার সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে হাসপাতালের তরফে৷