আইপিএল সময় ফের সক্রিয় হয়ে ওঠে নানা ধরনের অবৈধ জুয়া, সাট্টা ও বেটিং চক্র। তাই সাধারণ মানুষকে এদের জালে পড়ে সর্বস্বান্ত হওয়া থেকে বাঁচাতে বরাবরই তৎপর থাকে পুলিস। আজ, রবিবার কলকাতার পার্কস্ট্রিটে তেমনই একটি বেটিং চক্রের পর্দাফাঁস করল পার্কস্ট্রিট থানার পুলিস। অবৈধ ক্রিকেট বেটিংয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে খবর পুলিস সূত্রে। ধৃতদের কাছ থেকে বেশ কায়েকটি মোবাইল ও ল্যাপটপ সহ নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।