জেলা আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে বাগডোগরা বিমানবন্দর Posted on April 25, 2022April 25, 2022 Author বঙ্গনিউজ Comments Off on আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে বাগডোগরা বিমানবন্দর রানওয়ে সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হবে উড়ান পরিষেবা।