দেশ

কেসিআরের সঙ্গে চুক্তি আই-প্যাকের

টানা তৃতীয়বার তেলাঙ্গানার মসনদে বসতে আই-প্যাকের হাত ধরল তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ৷ কংগ্রেস যোগের জল্পনার মাঝেই রবিবার টানা দ্বিতীয়দিন প্রশান্ত কিশোর সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও’য়ের সঙ্গে ৷ তাতেই গাঢ় হচ্ছিল জল্পনা ৷ আর বিকেল গড়াতেই প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সঙ্গে পথ চলার খবর নিশ্চিত করা হল শাসকদলের তরফেই ৷তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে টি রামা রাও নিশ্চিত করলেন যে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে সরকারিভাবে পথচলা শুরু হল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ৷ এ প্রসঙ্গে কেটিআর সংশয় দূর করে জানান, প্রশান্ত কিশোরের সঙ্গে নয়, টিআরএস আই-প্যাকের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷