দেশ

ফিরতে চলেছে রাজকীয় বিলাসবহুল ট্রেন ‘প্যালেস অন হুইলস’

করোনা মহামারীর স্বাভাবিক হতেই ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের ভিড়। এবারের শীতের মরশুমে রাজস্থানে পর্যটকদের ভিড় নিয়ে আশাবাদী সরকার। আর সেদিকে তাকিয়ে আগামী সেপ্টেম্বর থেকে ফের চাকা গড়াতে পারে রাজকীয় বিলাসবহুল ট্রেন। এ ব্যাপারে খুব শীঘ্রই রেলের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করতে পারে রাজস্থানের পর্যটন উন্নয়ন নিগম। প্যালেস অন হুইলস রাজ্যের পর্যটন শিল্পে অন্যতম একটি প্রধান আকর্ষণ। কিন্তু গত দু’বছর পর্যটকদের ভিড় সেভাবে না থাকায় ওই ট্রেন পরিষেবা বন্ধ ছিল।