গুজরাতের কাছে আরব সাগরে ভারতীয় উপমহাদেশের কাছে পাকিস্তানি নৌকা উদ্ধার। উপকূলরক্ষা বাহিনী ও গুজরাত এটিএসের যৌথ অভিযানে আটক করা হয়েছে ওই নৌকা। সেই নৌকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক। যার বাজারমূল্য ২৮০ কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। গোয়েন্দাদের থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে গুজরাত এটিএসকে নিয়ে রবিবার রাতে বিশেষ অভিযানে নামে উপকূলরক্ষা বাহিনী৷ তাদের কাছে খবর ছিল, ‘অল হজ’ নামে পাকিস্তানের একটি মাছ ধরার নৌকা মাদক নিয়ে আরব সাগর দিয়ে ভারতের জলসীমায় ঢুকবে৷ সেই মতো প্রস্তুত ছিল উপকূলরক্ষা এবং এটিএসের যৌথ বাহিনী৷ এ দিকে রাতের অন্ধকারে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে পাক নৌকাটি৷ কিন্তু উপকূলরক্ষী বাহিনীকে টহল দিতে দেখে পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করে৷ নৌকাটিকে ধরতে তখন গুলি চালায় যৌথ বাহিনী৷ বিপদ বুঝে মাদক ভর্তি প্যাকেট জলের মধ্যে ফেলে দেয় নৌকার যাত্রীরা৷ তাতেও শেষরক্ষা হল না৷ শেষমেশ ধরা পড়ে যায় পাকিস্তানি নৌকাটি৷ মিশন সফল হওয়ার পরই সোমবার সকালে উপকূলরক্ষা বাহিনী টুইট করে৷ সেখান থেকে জানা গিয়েছে, ওই নৌকা থেকে ২৮০ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে৷ ৯ জনকে আটক করা হয়েছে৷