কলকাতা

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুটেজ পরীক্ষা করবে সিএফএসএল দিল্লি। ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে  নির্দেশ দিল আদালত। ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। কোনও বুথে ছাপ্পা, রিগিং, বুথ দখল, ভুয়ো ভোট হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিএফএসএল। একইসঙ্গে নির্দেশে আরও বলা হয়েছে যে, ফুটেজ পাঠাবার আগে কোন ফুটেজ কোন বুথের সেটি মার্ক করে দিতে হবে কমিশনকে। পরীক্ষা হয়ে গেলে ফুটেজ আবার কমিশনকে ফেরত দিতে হবে।