জ্বালানির লাগাতার মূল্য বৃদ্ধির কারণে শহরে ইতিমধ্যেই কমে গিয়েছে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা। তাছাড়াও ভাড়া বাড়ানো হয়েছে প্রতিটি ক্ষেত্রেই। ফলে যাবতীয় ভোগান্তি অফিস যাত্রীদের। তাই এবার চালু হচ্ছে ই-বাস। প্রাথমিকভাবে নিউটাউন থেকে ছয়টি রুটে চালানো হবে ই-বাস। বহু নিত্যযাত্রীরাই অভিযোগ করেছিলেন, নিউটাউন থেকে শহরের মূল অংশের সঙ্গে বাসের সংখ্যা অত্যন্ত কম। তাই আপাতত ছয়টি রুটে ই-বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপর বাসের সংখ্যা এবং রুট দুটোই বাড়ানো হবে। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে খবর, নিউটাউন থেকে পার্ক সার্কাস, সাপুরজি থেকে হাওড়া, সাপুরজি থেকে মহেশতলা, ইকো-স্পেস থেকে সাঁতরাগাছি, ইকো-স্পেস থেকে বাঙ্গুর, সাপুরজি থেকে এয়ারপোর্ট, এই রুটেই আপাতত চলবে ই-বাস। চলতি মাসেই শুরু হচ্ছে এই পরিষেবা। কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের দ্বিতীয় দফার ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস প্রকল্পের অধীনে শুরু হচ্ছে এই পরিষেবা। বাসের পরিকাঠামো থেকে চালকের দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থা কাঁধে। অন্যদিকে কন্ডাক্টর থাকবে রাজ্য পরিবহণ নিগমের হাতেই। প্রতিদিনের মোট ভাড়া জমা দিতে হবে পরিবহণ দপ্তরের কাছে।