কলকাতা

আদালতের নির্দেশ ‘বিকৃতি’র অভিযোগে কলকাতা পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের ইডির

বিকৃত করা হয়েছে আদালতের নির্দেশ! খোদ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, কয়লা ও গরুপাচার কাণ্ডে আদালতের একটি নির্দেশ ছিল । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, তদন্তকারী আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কলকাতা পুলিশ আদালতের যে নির্দেশ তাঁদের কাছে পাঠিয়েছিলেন, তাতে ওই আধিকারিকদের সম্মতির কথা বলা নেই । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তদন্ত করে জানতে পারেন, আদালতে তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে স্পষ্ট করে আধিকারিকদের সম্মতি নেওয়ার বিষয়টি বলা হয়েছে । তারপরেই আদালতের এহেন নির্দেশকে বিকৃত করার অভিযোগে লালবাজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তাঁরা ৷ প্রসঙ্গত, ২০২১ সালে ইডির আধিকারিকদের সঙ্গে এক ব্যবসায়ীর কথোপকথনের একটি অডিয়ো টেপ প্রকাশ্যে আসে । তাতে ওই ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘অভিষেকের কাছে কয়লা খাদানের টাকা আসে ৷ তারপরেই আদালতে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নিম্ন-আদালতে মানহানির মামলাও করা হয় । এরপরেই ওই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য লালবাজারকে নির্দেশ দেয় আদালত ৷