দেশ

চিনা মোবাইল সংস্থা শাওমির ৫ হাজার ৫৫১.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বৈদেশিক মুদ্রা আইন (ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ ল্য) না-মানার অভিযোগে চিনা বহুজাতিক মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমির বিপুল আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷ এই সম্পত্তির মূল্য প্রায় ৫ হাজার ৫৫১ কোটি টাকা ৷ শনিবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিটি-র তরফে এই কথা জানানো হয়েছে ৷ ইডি-র তরফে বলে হয়েছে, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যা মূলত শাওমি ইন্ডিয়া নামে পরিচিত, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মূলত এমআই ব্র্যান্ডেই ভারতে এই চিনা সংস্থাটি মোবাইল ফোনের ব্যবসা করে ৷ ইডি-র তরফে জানানো হয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শাওমি ইন্ডিয়ার নামে ৫ হাজার ৫৫১.২৭ কোটি টাকা ছিল, এর পুরোটাই বাজেয়াপ্ত হয়েছে ৷ ফেমা বা ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় চিনা সংস্থাটির

বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে ইডি ৷ সূত্রের খবর, চিনা সংস্থাটির বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছিল, ফেব্রুয়ারি মাসে এর তদন্তে নামে ইডি ৷ সেই তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হল ৷ ভারতে ২০১৪ সালে ব্যবসা শুরু করে শাওমি ৷ তার পরের বছর থেকেই ভারতে আর্থিক লেনদেন শুরু করে সংস্থাটি ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে তিনটি বিদেশি সংস্থাতে টাকা পাঠিয়েছে শাওমি ইন্ডিয়া ৷ যার মধ্যে একটি সংস্থা শাওমি গ্রুপেরই, অন্য দুটি মার্কিন সংস্থা ৷ এর জন্য মানা হয়নি ভারতের বৈদেশিক মুদ্রা আইন ৷ মূল চিনা সংস্থা শাওমির নির্দেশেই তাদের ভারতীয় শাখা এই কাজ করে বলে অভিযোগ ৷ এর ফলে মুনাফা হয় চিনা সংস্থাটির ৷ তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, ভারতীয় কয়েকটি সংস্থা থেকে মোবাইল ফোনের সেট কিনত শাওমি ইন্ডিয়া ৷ কিন্তু যে তিনটি বিদেশি সংস্থার সঙ্গে টাকার লেনদেন হয় তাদের, সেই সংস্থাগুলির সঙ্গে শাওমির ভারতীয় শাখার কোনও ব্যবসায়িক সম্পর্কই ছিল না ৷ নথি জাল করার অভিযোগও রয়েছে চিনা সংস্থাটির বিরুদ্ধে ৷