ঈদের দিন সকাল প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাল্যদান করেন রিজওয়ানের স্মৃতিতে তৈরি বেদিতেও। এদিন সকালে প্রথমে রেড রোডে যান তিনি। সেখানে নমাজ পাঠের জন্য হাজির হওয়া মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। তারপরই অভিষেককে সঙ্গে নিয়ে রিজওয়ানের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন রিজওয়ানের মা, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে।