কলকাতা

কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে অমিত শাহ, সিবিআই তদন্তের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশীপুরের নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠাতে পারল পুলিশ । শুক্রবার দুপুরে পুলিশ অর্জুনের দেহ উদ্ধারের বেশ কিছুক্ষণ পর কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচি বাতিল করে এদিন সরাসরি দমদম বিমানবন্দর থেকে কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার বাড়ি যান অমিত শাহ ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, “এটা রাজনৈতিক খুন ৷ তৃণমূল সরকারের বর্ষপূর্তির পরের দিনই এই খুনের ঘটনা ঘটল ৷ বাংলায় বেছে বেছে বিরোধীদের খুন করা হচ্ছে ৷ অর্জুনকে খুন করা হয়েছে ৷ পরিবারের থেকে মৃতদেহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই খুনের ঘটনার সিবিআই তদন্ত চাই ৷ রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল ৷ এরপরই কেন্দ্রীয়

স্বরাষ্ট্রমন্ত্রী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি জানান। বলেন, “ভিডিওগ্রাফির সাথে প্যানেল ময়নাতদন্ত হোক। সিবিআই তদন্ত হওয়া উচিত। সাম্প্রতিককালে সিবিআইকে এত মামলা দেওয়া হয়েছে, তা থেকেই স্পষ্ট যে প্রশাসনের উপর আদালতের ভরসা নেই। জোর করে অর্জুনের মৃতদেহ ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনিয়ে নিয়েছে পুলিস।” তোপ দাগেন, “পশ্চিমবঙ্গের যেখানেই যাই, সেখানেই খুন। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।” তিনি জানান, “পরিবারের সাথে কথা হয়েছে। একদিকে ছেলের মৃত্যু, অন্যদিকে প্রশাসনের দুর্ব্যবহারে তাঁরা যারপরনাই আহত। দোষীদের না ধরে পরিবারকে মারধর করা হয়েছে।” অন্যদিকে কাশীপুরে ঘটনায় নবান্নের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেছেন, গত পুর নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছে। ওর বাবা কংগ্রেসের নেতা ছিল। ওর বাবাও একইভাবে আত্মহত্যা করেছে।”