জেলা

কাটোয়া-হাওড়া লোকালে কালো ধোঁয়া, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা

শুক্রবার সকালের ঘটনায় রেলযাত্রী ও কালনা স্টেশনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কাটোয়া- হাওড়া লোকালের যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, চলন্ত ট্রেনের ভেতরে হঠাৎ করে বেরোতে থাকে গলগল করে বেরোতে শুরু করে ধোঁয়া। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। ট্রেনে আগুন লেগেছে ভেবে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কালনা স্টেশনে ট্রেন থামতেই সকলে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন। আশঙ্কা ছিল, ট্রেনে আগুন লেগেছে। পরিস্থিতি দেখতে আসেন রেলকর্মীরা। তারপর চলে রেল মেরামত। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ওই ট্রেন। ডাউন লাইনেও বন্ধ থাকে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রীরা। রেল সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনের ৪ নম্বর বগিতে এই ত্রুটি লক্ষ্য করা যায়। ব্রেক শ্যু জ্যাম হওয়ার ফলেই তীব্র ঘর্ষণের ফলে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে আগুন লাগেনি। জ্যাম খুলে দেওয়ার পর আবার স্বাভাবিক হয় ট্রেন। স্বাভাবিক হয় ডাউন লাইনে ট্রেন চলাচল। জানা গিয়েছে, সকাল ৮ টা ৪২ নাগাদ ট্রেন ফের রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। তার আগে প্রায় ৪০ মিনিট ধরে চলে পরীক্ষা ও মেরামত। পরস্থিতি এখন অবশ্য স্বাভাবিক।