দেশ

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

 শুক্রবার মধ্যরাতে কার্যত কাকপক্ষীকে বিন্দুমাত্র টের পেতে না দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হল দেশজুড়ে। শনিবার সকালে কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ১০২৬ টাকা। মানে হাজার টাকার পার রান্নার গ্যাসের সিলিন্ডার। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শাকসবজি, মাছ-মাংস, ফলমূল সব কিছুর দামই এখন উর্ধ্বমুখী। আর এই মূল্যবৃদ্ধি এমনিতেই দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির কার্যত রাতের ঘুম, মনের স্ব্বস্তি কেড়ে নিয়েছে। তার মধ্যে এই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার কার্যত বুঝিয়ে দিচ্ছে, এদেশে নিম্ন ও মধ্যবিত্তদের বেঁচে থাকার আর কোনও অধিকারই নেই।