দেশ

ধেয়ে আসছে ‘অশনি’, জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

আন্দামান-নিকোবরে তৈরি হওয়া নিম্নচাপ ‘অশনি’ প্রবল শক্তি সঞ্চয় করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসম ভবন থেকে জারি পূর্বাভাসে বলা হয়েছে, ‘বিশাখাপত্তনম এবং ভূবনেশ্বরের মধ্যে  অশনি তার দাপট দেখাতে শুরু করবে।‘ সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ওড়িশা সরকার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার মন্ত্রিসভার জরুরী বৈঠক ডাকেন।