কলকাতা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, পরিস্থিতি মোকাবিলায় জেলাগুলিকে সতর্ক করল নবান্ন

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামিকাল সকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর তা ধেয়ে আসবে স্থলভাগের দিকে। এমতাবস্থায় দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। ৯ মে, সোমবার সকাল থেকেই ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম খোলার নির্দেশ। আজ মুখ্যসচিবের সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের বৈঠকে এমনটাই আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর। আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে মাইকিং চলবে। উপকূলবর্তী জেলা গুলিকে নিশ্চিত করতে হবে যাতে কোনও মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে না যায়। উদ্ধারকাজের সমস্ত রকম প্ল্যান তৈরি করে রাখতে হবে।  পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শনিবার। রবিবার ওই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যা মঙ্গলবারের মধ্যে ধীরে ধীরে উত্তরপশ্চিম দিকে সরে যাবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১০ থেকে ১৩ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ১১-১৩ মে-র মধ্যে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে সতর্কবার্তা।

যদিও আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘অশনি’ নামে যে ঘূর্ণিঝড় আসার কথা, সেটি আদৌ স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। জানা গেছে, ঘূর্ণিঝড় তৈরি হলেও তা সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে তার ল্যান্ডফল হবে না। সাইক্লোন প্রসঙ্গে আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ”ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে ঝড়টি। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়। গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।” এই প্রসঙ্গে আবহবিদ সুজীব কর জানিয়েছেন, ”সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।” তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় হয়ত সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে। ফলে আর ল্যান্ডফল হবে না। তবে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।