কলকাতা

অশনির জের, কলকাতা-শহরতলিতে প্রবল বৃষ্টি

কলকাতা ও সংলগ্ন শহরতলি জুড়ে ঝেঁপে নামল বৃষ্টি। বাগুইআটি থেকে বাঁশদ্রোণী প্রবল হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টির দাপট। সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎই কালো মেঘ করে বৃষ্টি নামে। অফিসে বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। তবে সোমবারও রাজ্যের কিছু অংশে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের হাওড়া এবং কলকাতা জেলার কিছু অংশে আবারও বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ডায়মন্ড হারবারে সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে ঝিরঝির বৃষ্টি। অশনির পূর্বাভাস শুরু উত্তর শহরতলির মধ্যমগ্রাম, বারাসত, হৃদয়পুরেও। বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিন নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়লেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। অশনির প্রভাব সোমবার সকালে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ।