জেলা

রাজগঞ্জে দুর্ঘটনার কবলে বাউল গানের দল, মৃত দুই, আহত ৬

অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল এক বাউল গানের দল। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই বাউল শিল্পী। আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এলাকায়। তাঁরাই উদ্ধার করেন আহতদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। তড়িঘড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে একজন মহিলা শিল্পীও ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাউল দলের সব শিল্পীরাই নদিয়া জেলার বাসিন্দা। কোচবিহারের তুফানগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তাঁরা। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। রাজগঞ্জের জটিয়াকালি এলাকায় এসে ওই বাউল দলের মারুতিটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত ব্যক্তিরা হলেন, বিশ্বজিৎ দাস ও কৃষ্ণা বিশ্বাস। আহত ব্যক্তিরা হলেন, মৌমিতা মণ্ডল, রমেন মণ্ডল, হরেন মণ্ডল, অরূপ মণ্ডল, অমিত রায়, প্রবীর বিশ্বাস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে জলপাইগুড়ি থেকে একটি স্করপিও গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়৷ শিলিগুড়ির দিকে আসার সময় জটিয়াকালির রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গেই স্করপিওটি সামনের দিক থেকে দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। গুরুতর আহত হন বাকিরা।