দেশ

পঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে গ্রেনেড হামলা, জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

পঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণ। গতকাল রাতে মোহালির সেক্টর ৭৭, সাস নগরে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিংয়ে একটি রকেট প্রপেলেড গ্রেনেড বা আরপিজি আছড়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়িটির জানলার কাঁচ ভেঙে খানখান হয়ে যায়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও জঙ্গি হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে। হামলাকারীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পরই পুলিশ গোটা এলাকাকে সিল করে দেয়। জারি হয় সতর্কবার্তা। এই ঘটনার নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটা ঘটনা, বিস্ফোরণের আগে পঞ্জাব পুলিশের কাছে দু’টি হুমকি চিঠি এসেছিল। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদের এক কমান্ডারের নাম সই করা ওই চিঠিতে রেল স্টেশন, থানা–সহ বিভিন্ন এলাকায় হামলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই গ্রেনেড হামলাকে ‘‌ছোট বিস্ফোরণ’‌ বলে দাবি করেছে পঞ্জাব পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছেন, ‘‌পঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা যে করবে, তাকে কড়া শাস্তি দেওয়া হবে।’‌