বিপুল জনসমর্থন নিয়ে জয় পেয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু জটিলতার জেরে শপথ নেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বাবুল। সেটাই স্বাভাবিক। অবশেষে কাল, বুধবার বিধানসভার নৌশার আলি কক্ষে শপথ নেবেন বাবুল সুপ্রিয়। বিধানসভায় তাঁর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জটিলতার সূত্রপাত রাজ্যপাল জগদীপ ধনখড়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে। বিধানসভা স্পিকারের শপথগ্রহণের অধিকার কেড়ে নিয়েছিলেন রাজ্যপাল। পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালের কাছে বাবুল সুপ্রিয়র শপথের ব্যাপারে অনুমতি চাওয়া হলে রাজ্যপাল উল্টে সরকারের ঘরে আটকে থাকা বিলের ব্যাপারে জবাবদিহি তলব করেন। কার্যত রাজ্য-রাজ্যপাল সংঘাত বেধে যায়। পরে অবশ্য রাজ্যপাল সংবিধানের ১৮৮ নম্বর উল্লেখ করে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে অনুমতি দেন। স্পিকারকে এড়িয়ে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার। ফলে, শপথ গ্রহণের বিষয়টি আরও অনেকটা পিছিয়ে যায়। বিধানসভা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে। পরে বৈঠক করেন উপ-মুখ্যসচেতক তাপস রায়ের সঙ্গে। সেই বৈঠকের পরে ঠিক হয়, আগামীকাল বুধবার একটায় বাবুল সুপ্রিয় বিধায়কপদে শপথবাক্য পাঠ করবেন।