কলকাতা

স্মার্ট কার্ড এবার রাজ্যের সব সরকারি বাসে

মেট্রোর ধাঁচে স্মার্ট কার্ড হচ্ছে সরকারি বাসেও। উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে কাজ। এই পরিষেবা পরিচালনা করবে বেসরকারি সংস্থা। রাজ্য জুড়ে প্রায় ২,৫০০ বাস চলে। সর্বত্রই যাওয়া যাবে একটি স্মার্ট কার্ডেই। সূত্রে খবর, উত্তরবঙ্গ পরিবহণ দফতরের প্রায় ৭০০ টি বাসকে স্মার্ট কার্ডের আওতায় আনার জন্য প্রস্তাব জমা পড়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নগম মিলিয়ে রাজ্যে বাস চলে প্রায় আড়াই হাজার। ধীরে ধীরে সমস্ত বাসকেই আনা হবে স্মার্ট কার্ডের আওতায়। একটি কার্ডেই যাতায়াত করা যাবে সর্বত্র। জানা গিয়েছে, আগামী কয়েকমাসেই চালু হবে এই পরিষেবা। এই পরিষেবা চালু হলে দুর্নীতি আটকানো যাবে বলেও মনে করছে পরিবহণ দফতর। অভিযোগ আসে, অনেকে চোখ এড়িয়ে টিকিট কাটেন না। আবার অনেকে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরে যান। আবার টিকিটের সংগৃহীত টাকা পুরোটাই সবসময় জমা পড়ে না দফতরে, বলেও অভিযোগ। স্মার্ট কার্ড হলে ডিজিট্যাল লেনদেনে স্বচ্ছতা আসবে। বাড়বে আয় এমনটাই মনে করছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই হয়েছে বৈঠক। জানা গিয়েছে, স্মার্ট কার্ড নিতে হলে জমা দিতে হবে ডিপোজিট।