২০২২ সালের পিজি-নিট পরীক্ষার তারিখ পিছনোর আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ডাক্তারদের তরফে দেশের সর্ব্বোচ্চ আদালতে পরীক্ষা পিছনোর আর্জি জানানো হয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। পরবর্তীতে যাতে দেশে পর্যাপ্ত ডাক্তারের অভাব না হয়, তাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পরীক্ষায় বিলম্ব যাতে রোগী চিকিৎসায় বাধা না হয়ে দাঁড়ায় সেই দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।