কলকাতা

বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে বিশেষ বৈঠক

 তিন মাস পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষের মেয়াদ। আগামী জানুয়ারিতে শেষ করার পরিবর্তে এপ্রিলে শেষ হবে সেই কাজ বলে পৌরনিগমের সঙ্গে বৈঠক শেষে জানান কেএমআরসিএল এমডি চন্দ্রেস্বরনাথ ঝাঁ । বউবাজার বিপর্যয় নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হল কলকাতা পৌরনিগমে । এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, বিল্ডিং বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা, কেএমআর সিএল এমডি সিএন ঝাঁ এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ এছাড়া ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপক। এদিন বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, “মাটির অবস্থা কী প্রতিদিন নিয়মিত নজর রাখতে হবে । কেএমআরসিএল কর্তৃপক্ষের কাছে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চেয়েছে চারটি রিপোর্ট । আগামী সপ্তাহে কেএমআরসিএল কলকাতা পৌরনিগমের হাতে দেবে রিপোর্ট । কলকাতা পৌরনিগম সেই রিপোর্ট যাদবপুরে পাঠাবে । এরপর ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ডিপার্টমেন্টকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করবে পৌরনিগম । এরপরেই বিল্ডিংগুলোর স্বাস্থ্য মূল্যায়ন হবে । গতবার ২৩টি বাড়ি এবার ৭-৮টি বাড়ি বিপজ্জনক বলে উঠে এসেছে বৈঠকে । এই সংখ্যা বাড়তে পারে । তবে বিল্ডিং বিভাগ সব রিপোর্ট দেখে বাড়িগুলির স্বাস্থ্য দেখে তারপর সিদ্ধান্ত নেবে কতগুলো বাড়ি ভাঙা হবে আর কতগুলো থাকবে ।”