তিন মাস পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষের মেয়াদ। আগামী জানুয়ারিতে শেষ করার পরিবর্তে এপ্রিলে শেষ হবে সেই কাজ বলে পৌরনিগমের সঙ্গে বৈঠক শেষে জানান কেএমআরসিএল এমডি চন্দ্রেস্বরনাথ ঝাঁ । বউবাজার বিপর্যয় নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হল কলকাতা পৌরনিগমে । এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, বিল্ডিং বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা, কেএমআর সিএল এমডি সিএন ঝাঁ এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ এছাড়া ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপক। এদিন বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, “মাটির অবস্থা কী প্রতিদিন নিয়মিত নজর রাখতে হবে । কেএমআরসিএল কর্তৃপক্ষের কাছে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চেয়েছে চারটি রিপোর্ট । আগামী সপ্তাহে কেএমআরসিএল কলকাতা পৌরনিগমের হাতে দেবে রিপোর্ট । কলকাতা পৌরনিগম সেই রিপোর্ট যাদবপুরে পাঠাবে । এরপর ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ডিপার্টমেন্টকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করবে পৌরনিগম । এরপরেই বিল্ডিংগুলোর স্বাস্থ্য মূল্যায়ন হবে । গতবার ২৩টি বাড়ি এবার ৭-৮টি বাড়ি বিপজ্জনক বলে উঠে এসেছে বৈঠকে । এই সংখ্যা বাড়তে পারে । তবে বিল্ডিং বিভাগ সব রিপোর্ট দেখে বাড়িগুলির স্বাস্থ্য দেখে তারপর সিদ্ধান্ত নেবে কতগুলো বাড়ি ভাঙা হবে আর কতগুলো থাকবে ।”