তৃণমূলে যোগদানের বিষয়ে জল্পনা তীব্র করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে ফিরেই ফের জল্পনা বাড়ালেন অর্জুন। তৃণমূলে যোগদানের বিষয়ে শুক্রবার তাঁকে প্রশ্ন করা হলে বারাকপুরের বিজেপি সাংসদ তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে।’ আর অর্জুনের এই মন্তব্য নিয়ে জোড়াফুল শিবিরে তাঁর যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র হয়েছে জল্পনা।
এর আগে পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন অর্জুন। বুধবার ভাটপাড়া এলাকায় একটি প্রাচীন শিব মন্দিরের উদ্বোধনে অংশ নেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মন্দিরের উদ্বোধনের আগে তৃণমূল বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অংশ নেন বারাকপুরের বিজেপি সাংসদ। মন্দিরের অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন পুত্র পবন সিংও। গঙ্গার ঘাটে পবন সিং ও সোমনাথ শ্যামকে পুজো করতে দেখা যায়। তৃণমূল বিধায়কের সঙ্গে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় কানাঘুষো। জোরালো হয় দলবদলের জল্পনা। এর পর ফের শুক্রবার ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন তিনি। সূত্রের খবর তিনি এক -দুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দিচ্ছেন!