প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম। প্রকৃতির রোষানলে বারবার বিপর্যয়ের মুখে পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যের। বর্ষা আসার আগেই অসমে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। ভেসে গিয়েছে একাধিক গ্রাম। প্রায় ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ডিমা হাসাও জেলাতে মৃত্যু হয়েছে তিনজনের। ১৭২ হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। চলতি বছরের গোড়া থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যে ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত হয় সাধারণ মানুষজন। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক বন্যা হয়েছে এই রাজ্যে। পূর্বাভাস অনুযায়ী বিগত কিছুদিন ধরেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে লাগাতার বৃষ্টি হচ্ছে। যার জেরে কপিলি-সহ বাকি নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। বর্তমানে ওই নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ছয় জেলা মিলিয়ে প্রায় ২৫, হাজার মানুষ ঘরছাড়া বলে জানা গিয়েছে। আশ্রয় তারা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। প্রশাসন সূত্রে খবর, জলের তোরে ভেঙে গিয়েছে একাধিক রাস্তা ও ব্রিজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ডিমা হাসাও জেলা। অসমের মোট ৯৪ টি গ্রাম ডুবে গিয়েছে। চাচর, ধেমাজি, হোজাই, কার্বি, নগাঁও ও কামরুপ জেলাও বর্ষণে ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজে নামানো হয়েছে, এনডিআরএফ, প্যারা মিলিটারি ফোর্সকে।