জেলা

‘বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা অনেকেই কাজের নন’, নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই ফের ‘বেসুরো’ অর্জুন

ফের ‘বেসুরো’ অর্জুন সিং। সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হতে চলেছে এই বিজেপি নেতার। তার আগেই ফের একবার বোমা ফাটালেন অর্জুন সিং। প্রকাশ্যেই বলে বসলেন, “বিজেপিতে দায়িত্বপ্রাপ্তরা অনেকেই কাজের নন। অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, “ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার। এরা সোশাল সাইটে রাজনীতি করে। সঠিক ব্যক্তিরা দায়িত্ব না পেলে লাভ নেই। এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি।” বিজেপি সাংসদের দাবি, রাজ্যে দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। তাঁরা অনেকেই কাজের নন। বরং সেই সমস্ত ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন। দলের কর্মঠ কর্মীদের কাজে লাগানো হচ্ছে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না। কদিন ধরেই বিজেপি সাংসদ অর্জুন সিংকে পাটশিল্প এবং জুটমিল কর্মীদের অধিকারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ না নিলে তিনি পথে নেমে আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন। এর মধ্যেই আরও একবার অর্জুনের এহেন দল বিরোধী মন্তব্যে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।