দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। রাজভবনে বেলা সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবের পদত্যাগের পর মানিককে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। সন্ত্রাসের অভিযোগে মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বামেরা। জল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে হাজির হন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন সদ্য প্রাক্তন বিপ্লব দেব।

শনিবার যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার নাম ঘোষণা করেছিলেন বিপ্লব দেব, তখনই তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল বিজেপির অন্দরে। প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। আর রবিবার দুপুরে যখন মুখ্যমন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নিলেন মানিক সাহা, তখন সেখানে গরহাজির একাধিক বিধায়ক। আর সেই তালিকায় একদিকে যেমন নাম রয়েছে রামপ্রসাদ পালের তেমনি বিপ্লব দেব তৎকালীন মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মনকেও এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি। তবে মানিক সাহা শপথ নেওয়ার পরে অবশ্য জিষ্ণু দেব বর্মন রাজভবনে উপস্থিত হয়েছিলেন।